সরস্বতী স্তোত্র লিরিক্স: (Saraswati Stotra) হিন্দু ধর্মের দেবীর সরস্বতী জ্ঞান এবং বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী হিসেবে পরিচিত। দেবী সরস্বতী বিদ্যা, সঙ্গীত, শিল্পকলা ও জ্ঞানের দেবী। সরস্বতী স্তোত্র পাঠ করলে শিক্ষায়, সৃজনশীলতায় ও সঙ্গীতে সফলতা লাভ করা যায় বলে বিশ্বাস করা হয়। এখানে সম্পূর্ণ সরস্বতী স্তোত্রের লিরিক্স দেওয়া হলো।
সরস্বতী স্তোত্র
ব্রহ্মোবাচ
হ্রী হ্রী হৃকে বীজে শশিরুচি কমলাকর বিস্পষ্টশোভে,
ভব্যে ভব্যানুকুলে কুমতিবনদবে বিশ্ববন্দ্যাতি,
পদ্মে পদ্মে পদ্মোপবিষ্টে প্রণতজনমনোমোদ-সম্পাদয়িত্রি,
প্রোৎপ্পুষ্টাজ্ঞানকূটে ঘুরহরদয়িতে দেবি সংসারসারে ॥১
ঐ ঐ ঐ ইষ্টমন্ত্রে কমলভবমুখান্তোজভূতি-স্বরূপে,
রূপারূপ-প্রকাশে সকল গুণময়ে নির্গুণৈ নির্বিকারে।
ন স্কুলে নাপি স্বপ্নেহপ্যবিদিত-বিষয়ে নাপি বিজ্ঞানতত্ত্বে,
বিশ্বে বিশ্বাস্তরালে সুরবর-নমিতে নিলে নিত্যগুদ্ধে ॥২
হ্রা হ্রা হ্রাঁ জাপতুষ্টে হিমরুচিমুকুটে বল্লকীব্য গ্রহন্তে,
মাতম তিনমস্তে দহ দহ জড়তাং দেহি বুদ্ধিং প্রশস্তাম্ ।
বি্যে বেদান্তগীতে শ্রুতিপরিপঠিতে মোক্ষদে মুক্তিমার্গে,
মার্গাতীত-প্রভাবে ভব মম বরদা শারদে শুভ্রহারে ॥৩
ধীধীধীর্ষ রিণাখ্যে ধৃতিমতিনুতিভিন মিভিঃ কীৰ্ত্তনীয়ে,
নিত্যেঽনিত্যে নিমিত্তে মুনিগণ-নমিতে নূতনে বৈ পুরাণে
পুণ্যে পুণ্যপ্রবাহে হরিহর-নমিতে নিত্যশুদ্ধে সুবর্ণে,
মাত্রে মাত্রার্দ্ধতত্বে ত্রিভুবনজয়দে মাধবপ্রীতিদানে ॥৪
হ্রী ক্ষী ধাঁ হ্রী স্বরূপে দহ দহু দুরিতং পুস্তক-ব্যগ্রহন্তে,
সন্তুষ্টাকারচিত্তে স্মিতমুখি সুভগে স্তম্ভিনি স্তম্ভবিয়ে ।
মোহে মুগ্ধপ্রবাহে কুরু মম কুমতি ধ্বান্ত-বিধ্বংসমীড্যে,
গীগৌর্ব্বাগ,ভারতী ত্বং কবিবৃষরসনা সিদ্ধিদ। সিদ্ধবিদ্যা ॥ ৫
সরস্বতী স্তোত্র সংস্কৃত পরবর্তী অংশ
স্তৌমি ত্বাৎ ত্বাঞ্চ বন্দে ভজ মম রসনাং মা কদাচিৎ ত্যজেথাঃ,
মা মে বুদ্ধি বিরুদ্ধা ভবতু নচ মনো দেবি মে যাতু পাপম্ ৷
মা মে দুঃখৎ কদাচিৎ বিপদি চ সময়েঽপ্যস্ত মে নাকুলত্বম্,
শাস্ত্রে বাদে কবিত্বে প্রসরতু মম ধীমান্ত কুণ্ঠা কদাচিৎ ॥৬
ইত্যেতৈঃ শ্লোকমুখ্যৈঃ প্রতিদিনমুষসি স্তৌতি যো ভক্তিনম্রো,
বাণীং বাচস্পতেরপ্যভিমত বিভবো বাক্পটুম্ব উপঙ্কঃ ।
স দ্যাদিষ্টার্থলাভী সুতমিব সততং পালয়েৎ তং হি দেবী,
সৌভাগ্যৎ তস্থ গেহে প্রসরতি কবিতা বিঘ্নমন্তং প্রযাতি ॥৭
ব্রহ্মচারী ব্রতী মৌনী ত্রয়োদশ্যাৎ নিরামিষঃ ।
লারস্বতো নরঃ পাঠাৎ স স্যাদিষ্টর্থলাভবান্ ॥৮
পক্ষদ্বয়েঽপি যো ভক্ত্যা ত্রয়োদশ্যেকবিংশতিম্।
‘অবিচ্ছেদৎ পঠেছীমান্ ধ্যাত্ব। দেবীং সরস্বতীম্ ॥৯
শুক্লাম্বরধরাং দেবীং শুক্লাভরণভূষিতাম্ ।
বাঞ্ছিত ফলমাপ্নোতি স লোকে নাত্র সংশয়ঃ ॥১০
ইতি ব্রহ্মা স্বয়ং প্রাহ সরস্বত্যাঃ স্তবং শুভম্ ।
প্রযত্নেন পঠেন্নিত্যং সোহমৃতত্বঞ্চ গচ্ছতি ॥১১
ইতি শ্রীব্রহ্মভাষিতং সরস্বতীস্তোত্রং সমাপ্তম্ ।
সরস্বতী স্তোত্র লিরিক্স সমাপ্ত
আধ্যাত্মিক পথে উন্নতি করতে আমাদের অন্যান্য পোস্ট গুলো পড়ুন:-
১.সন্ধ্যা প্রদীপ দেওয়ার নিয়ম।
২.বাড়িতে শিব পূজার নিয়ম ও সঠিক পদ্ধতি।