গুরু বন্দনা লিরিক্স জীবনের পথপ্রদর্শক
গুরু বন্দনা লিরিক্স:হিন্দু ধর্ম ও সংস্কৃতিতে, “গুরু বন্দনা” একটি গুরুত্বপূর্ণ আরাধনা যা যে কোনো দেব দেবীর পূজা বা অনুষ্ঠান শুরু করার পূর্বে গুরু বন্দনা করতে হয়। গুরুকে ঈশ্বরের প্রতিনিধি হিসেবে বিবেচনা করা হয়। তাই, গুরু বন্দনার মাধ্যমে শিষ্য গুরুদেব প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করে।
গুরু বন্দনা
আশ্রয় করিয়া বন্দোঁ শ্রীগুরু চরণ।
যাহা হৈতে মিলে ভাই কৃষ্ণপ্রেমধন।।
জীবের নিস্তার লাগি নন্দ-সুত হরি।
ভুবনে প্রকাশ হয় গুরু-রুপ ধরি।।
মহিমায় গুরু কৃষ্ণ এক করি জান।
গুরু-আজ্ঞা হৃদে সব সত্য করি মান।।
সত্য-জ্ঞানে গুরু-বাক্যে যাহার বিশ্বাস।
অবশ্য তাহার হয় ব্রজভূমে বাস।।
যার প্রতি গুরুদেব জন পরসন্ন।
কোন বিঘ্নে সেহ নাহি হয় অবসন্ন।।
কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে।
গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে নারে।।
গুরু মাতা গুরু পিতা গুরু হন পতি।
গুরু বিনা এ সংসারে নাহি আর গতি।।
গুরুকে মনুষ্য জ্ঞান না কর কখন।
গুরু-নিন্দা কভু কর্ণে না কর শ্রবন।।
গুরু-নিন্দুকের মুখ কভু না হেরিবে।
যথা হয় গুরু-নিন্দা তথা না যাইবে।।
গুরুর বিক্রিয়া যদি দেখহ কখন।
তথাপি অবজ্ঞা নাহি কর কদাচন।।
গুরু-পাদপদ্মে রহে যার নিষ্ঠা ভক্তি।
জগৎ তারিতে সেই ধরে মহাশক্তি।।
হেন গুরু-পাদপদ্ম করহ বন্দনা।
যাহা হৈতে ঘুচে ভাই সকল যন্ত্রণা।।
গুরু-পাদপদ্ম নিত্য যে করে বন্দন।
শিরে ধরি বন্দি আমি তাহার চরণ।।
শ্রীগুরু-চরণ পদ্ম হৃদে করি আশ।
শ্রীগুরু-বন্দনা করে সনাতন দাস।।
হরে কৃষ্ণ„হরে কৃষ্ণ„কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম„ রাম রাম হরে হরে!!!!
গুরু বন্দনা কীর্তন সমাপ্ত।
আপনার জ্ঞান বৃদ্ধি করতে আমাদের অন্যান্য পোস্ট গুলো পড়ুন!
১.সন্ধ্যা প্রদীপ দেওয়ার নিয়ম।
২.শ্রী কৃষ্ণের অষ্টোত্তর শতনাম লিরিক্স।