অঙ্গে মাখো মাখো রে এই না ব্রজের ধুলা লিরিক্স
অঙ্গে মাখো মাখো রে এই না ব্রজের ধুলা লিরিক্স:এটি একটি জনপ্রিয় বাংলা অষ্টপ্রহরের হরি নাম সংকীর্তন, এই কীর্তন টি নগর ভ্রমণ করে আসার পর, দধি পসরা ভাঙার পরে এই গীতটি গাওয়া হয়। এর মানের হলো এই হরিবাসর বৃন্দাবনের রূপান্তরিত হয়েছে। বৃন্দাবনের পবিত্র ধুলি অঙ্গে মাখো। বৃন্দাবন হল সেই পবিত্র ভূমি যেখানে প্রভু শ্রীকৃষ্ণ তার শৈশবকাল কাটিয়েছিলেন। এই গানটি ঈশ্বরের প্রতি গভীর ভক্তি ও আকাঙ্ক্ষার প্রকাশ এবং এটি শ্রোতাদের বৃন্দাবনের ধুলিকে ঐশ্বরিক রূপান্তরকারী শক্তি গ্রহণের জন্য আমন্ত্রণ করে।
অষ্টপ্রহরের ধুলা মাখো রে লিরিক্স হরি নাম সংকীর্তন
অঙ্গে মাখো মাখোরে,
এই না ব্রজের ধুলা।
ওরে ধুলা নয়রে ধুলা নয়রে,
গোপি পদ্মরেণু।
সেই ধুলা বাঞ্চাকরে,
ব্রজের রাইকানু।
অঙ্গে মাখো মাখোরে,
এই না ব্রজের ধুলা।
ওরে সংকীর্তনের ধুলা যদি,
পরে গঙ্গার জলে।
গঙ্গা ও মুক্ত হয়,
ভাগবদ বলে।
অঙ্গে মাখো মাখো হে,
এই না ব্রজের ধুলা।
ওরে সংকীর্তনের ধুলা যদি,
অঙ্গে মাখা যায়।
কটি জন্মের পাপ ছারিয়া,
স্বর্গে চলে যায়।
অঙ্গে মাখো মাখো রে,
এই না ব্রজের ধুলা।
ওরে সংকীর্তনের ধুলা যদি,
লাগে পাপির গায়।
সেই পাপ নেচে নেচে,
বৈকুণ্ঠেতে যায়।
অঙ্গে মাখো মাখো রে,
এই না ব্রজের ধুলা।
ওরে সংকীর্তনের ধুলা নিয়ে,
যে বা পথে যায়।
জলের কুমির বনের বাঘ,
ভয়েতে পালায়।
অঙ্গে মাখো মাখো রে,
এই না ব্রজের ধুলা।
ওরে সংকীর্তনের ধুলা রে ভাই,
যে বা করে হেলা।
সর্ব্ব অঙ্গ নষ্ট হয়,
চক্ষু হয় তার কানা।
অঙ্গে মাখো মাখো রে,
এই না ব্রজের ধুলা।
ওরে শ্রীদাম নাচে সুদাম নাচে,
নাচিতে লাগিলো।
মা যশোদা নেচে নেচে,
কৃষ্ণ কোলে নিলো।
অঙ্গে মাখো মাখো রে,
এই না ব্রজের ধুলা।
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে