সন্ধ্যা প্রদীপ দেওয়ার নিয়ম: শাস্ত্র মতে সঠিক সময় ও পদ্ধতিতে ভুল করছেন না তো

সন্ধ্যা প্রদীপ দেওয়ার নিয়ম

প্রতিদিন বাড়িতে সন্ধ্যা প্রদীপ কেন দেওয়া হয়?

সন্ধ্যা প্রদীপ দেওয়ার নিয়ম: অগ্নি হলো জ্ঞানের প্রতীক,স্বয়ং ঈশ্বর আমাদের মনের অন্ধকার দূর করার জন্য আলোর পথ দেখান, তেমনই প্রদীপের আলো অন্ধকারকে দূর করে আলো নিয়ে আসে, আবার পরম আত্মা হলেন প্রদীপের জ্যোতির সরূপ, পরমাত্মাকে উপলব্ধি করতে গেলে দিব্যদৃষ্টির প্রয়োজন, তাই হিন্দু ধর্ম শাস্ত্রে প্রদীপকে তুলনা করা হয় পরমাত্মা ও জ্ঞানের আধার সরূপ বলে।

হিন্দু সংস্কৃতিতে সন্ধ্যা হলে গৃহস্থ বাড়ির তুলসী তলায়, ঠাকুর ঘরে, সন্ধ্যা প্ৰদীপ দেখানো নিয়ম রয়েছে, যেই বাড়িতে নিয়মিত এবং বিধি সম্মত ভাবে গোধুলি বেলায় সন্ধ্যা প্রদীপ দেখানো হয়, সেই বাড়িতে মা লক্ষীর অধিষ্ঠান হয়, এবং তেত্রিশ কোটি দেবতাও তুষ্ট হন এছাড়া পূর্বপুরুষদের আত্মা শান্তি পায়, সংসারের মঙ্গল ও কল্যাণ হয় সুখ শান্তি ও বজায় থাকে এবং বাড়ির ওপর থেকে সমস্ত কুপ্রভাব দূর হয়।

যেই বাড়ির ঠাকুর ঘরে এবং তুলসী তলায় প্রতিদিন নিয়মিত এবং বিধি সম্মত ভাবে সন্ধ্যা প্রদীপ দেখানো হয় না, সেই বাড়িতে কখনো কোন দেব দেবী আসেন না, ওই বাড়িতে ভুত প্রেত বাস করে, আর সেই বাড়িকে শ্মশানের সমান বলে মানা হয়। তাই আপনি একটু ভেবে দেখুন বাড়িতে সন্ধ্যা প্ৰদীপ কেন দেবেন।

সন্ধ্যা দেবার সঠিক সময়

সংস্কৃতি একটা শ্লোক আছে,
“অজ্ঞানেন্ কৃত্বং কর্ম্মাঃ সর্ব্ব দোষঃ বির্ব্ব জয়েৎ”

অর্থাৎ অজ্ঞানে কিছু র্কম করলে তার কোনো দোষ হয় না। তবুও গৃহের ও গৃহস্তের মঙ্গলের জন্য গুরুত্বপূর্ণ কিছু জিনিস আমাদের জেনে রাখা অবশ্য কর্তব্য। এমনই একটি বিষয় হচ্ছে সন্ধ্যা দেবার সঠিক সময় কাল, আমরা প্রায়ই দেখতে পাই, কেউ সন্ধা দেয় ৫ টায় আবার কেউ সাড়ে ৫ টায় আবার কেউ সন্ধা ৬ টায়, এমনটা হয়ে থাকে না জানার ফলে।

শাস্ত্র অনুযায়ী সন্ধ্যা দেবার সময়ও পরিবর্তন হয়। সন্ধ্যা বলতে বোঝায় দুটি সময়ের সন্ধিক্ষণ, দিনের শেষ মুহূর্ত এবং রাত্রির শুরু। যদিও সন্ধ্যা মূলত তিন প্রকার হয় প্রাতসন্ধ্যা, মধ্যাহ্নসন্ধ্যা এবং স্বায়ংসন্ধ্যা। এই তিন সন্ধ্যাতেই ব্রাহ্মণরা গায়ত্রী মন্ত্র জপ ও আহ্নিক করেন এবং সনাতন ধর্মাবলম্বী মানুষদের জপ করা উচিত, স্বায়ংসন্ধ্যার সময় প্রত্যেক গৃহস্থ বাড়িতে মঙ্গল কামনা জন্য সন্ধ্যা প্রদীপ জ্বালানো উচিত।

তাই সন্ধ্যা দেওয়ার সঠিক সময় হচ্ছে সূর্যাস্তের ঠিক কয়েক মুহূর্ত পরে গোধূলি বেলায় বা কালাদি মুহূর্ত, রাত্রি শুরু হবার ঠিক একটু আগে মুহূর্তএই গোধূলি বেলায় বা কালাদি মুহূর্তে অর্থাৎ সূর্য অস্ত যাবার পর থেকে ৪৮ মিনিট পর্যন্ত এই সময়কালের মধ্যে সন্ধ্যা দেওয়া বিধি সম্মত অর্থাৎ উদাহরণ সরূপ যদি সূর্যাস্ত ঠিক পাঁচটা বেজে দশ মিনিটে হয় তবে আমরা ৫:১০ থেকে ৫:৫৮ মিনিট পর্যন্ত বাড়িতে সন্ধ্যা দিতে পারি, এর আগে নয় এর পরে হলে গায়ত্রী মন্ত্র জপ করে সন্ধ্যা দেবেন।

সন্ধ্যা দেবার সঠিক সময়

বাড়িতে সন্ধ্যা প্রদীপ দেওয়ার নিয়ম 

হিন্দু শাস্ত্র অনুযায়ী, সবার প্রথমে সন্ধ্যা দেয়ার আগে শুদ্ধ হয়ে, শুদ্ধ কাপর পড়ে আপনার কাপড়ের আঁচলটি গলায় জড়িয়ে নিয়ে মাথায় সামান্য গঙ্গা জল ছড়িয়ে শুদ্ধ হয়ে নেবেন। এরপর গোটা বাড়ির দুয়ারের চৌকাঠে গঙ্গা জল (গঙ্গা জলের না থাকলে পরিস্কার পুকুর বা নল কুপের জল) দিয়ে ছড়া দিতে হবে এবং সদর দুয়ারের সামনে জল দিয়ে মারুলি অবশ্যই দেবেন।

এরপর একটি প্রদীপ ও ধুপ নিন আর ভোগ দেওয়ার জন্য চিড়ে বাতাসা নিন। এবার সন্ধ্যা দেওয়ার জন্য ধুপ ও প্রদীপ জ্বালিয়ে নেবেন অবশ্যই পারলে ঘি এর প্রদীপ জ্বালাবেন না পাড়লে সরষে তেলের প্রদীপ জ্বালিয়ে জালাতে পারেন। প্রদীপ জ্বালানোর সময় এই মন্ত্রটি অবশ্যই বলবেন।

সন্ধ্যা প্রদীপ প্রজ্জ্বলন মন্ত্র:

দীপজ্যোতিঃ পরংজ্যোতিঃ দীপজ্যোতির্জনার্দনঃ ।
দীপো হরতু মে পাপং দীপজ্যোতির্নমোহস্তুতে।। ১।
শুভং করোতু কল্যাণম্ আরোগ্যং সুখসম্পদঃ ।
দ্বেষবুদ্ধিঃ বিনাশায় আত্মজ্যোতির্নমোহস্তুতে।।২।।
আত্মজ্যোতিঃ প্রদীপ্তায় ব্রহ্মজ্যোতির্নমোহস্তুতে।
ব্রহ্মজ্যোতিঃ প্রদীপ্তায় গুরুজ্যোতির্নমোহস্তুতে।।৩৷৷

আপনি যদি এই মন্ত্র না বলতে পারেন তাহলে হরে কৃষ্ণ মহামন্ত্র “হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে হরে”জপ করতে পারেন।

ঠাকুর ঘরে সন্ধ্যা প্রদীপ দেওয়ার মন্ত্র

এরপর আপনার বাড়ির ঠাকুর ঘরে সকল দেবদেবী কে ধুপ ও প্রদীপ দেখিয়ে প্রনাম করবেন এবং হরে কৃষ্ণ মহামন্ত্র “হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে হরে” জপ করবেন।

এরপর এই ধুপ ও প্রদীপ নিয়ে তুলসী তলায় যাবেন এবং যখন তুলসী মহারাণীকে প্রদীপ দিয়ে আরতি করবেন তখন নিচে দেওয়া মন্ত্রটি ৩ বার বলবেন। এবার জেনে নিন তুলসী তলায় সন্ধ্যা দেওয়ার নিয়ম, প্রথমে প্রদীপ নিয়ে তুলসী গাছের মূলে ৪বার, তুলসী গাছের চারিদিকে ৭ বার ঘুড়িয়ে প্রদীপ দিয়ে আরতি করবেন। এরপর ধুপ নিয়ে ওই একি নিয়মে ধুপ আরতি করবেন।

তুলসী তলায় সন্ধ্যা প্রদীপ দেওয়ার মন্ত্র

তুলসী তলায় দিচ্ছি বাতি, সাক্ষী থেকো ভগবতী।
সাক্ষী থেকো দেবগন, আর লক্ষী নারায়ণ।।
তুলসী তুলসী নারায়ণ, তুলসী তুমি
বৃন্দাবন।
তোমর তলায় দিয়ে বাতি, বৈকুণ্ঠে হোক আমার
গতি।।
বাতি দেখায় সন্ধ্যা কালে, যেন তব বরে তিন কুল উজ্জ্বলে।
মিনতি করি আমি দিয়ে গলে বাস, অন্তিমে দিও স্থান ওহে শ্রীনিবাস।।

  • এই ক্ষেত্রেও আপনি যদি মন্ত্র না বলতে পারেন তাহলে “হরে কৃষ্ণ” মহামন্ত্র বলে সন্ধ্যা প্রদীপ দেখাতে পারেন। আরতি করা হয়ে গেলে ভক্তি ভরে তুলসী দেবীকে নিচে দেওয়া মন্ত্রটি বলে প্রণাম করবেন

তুলসী দেবীর প্রনাম মন্ত্র

বৃন্দয়ৈ তুলসীদেবৌ প্রিয়ায়ৈ কেশবস্যচ
বিষ্ণুভক্তি প্রদে দেবী সত্যবতৌ নমো নম:

  • তুলসী দেবীকে প্রণাম করার পর নিচে দেওয়া মন্ত্রটি বলে মন্দির অথবা তুলসী মঞ্চকে পরিক্রমা করবেন

তুলসী প্রদক্ষিণ মন্ত্র

যানি কানি চ পাপানি ব্রহ্ম হত্যাদিকানি চ
তানি তানি প্রণশ্যংতি প্রদক্ষিণঃ পদে পদে।

বাড়ির মন্দির বা তুলসী মঞ্চে সন্ধ্যা প্রদীপ দেখানো এবং পরিক্রমা করার পর পৃথিবী, গোমাতা, আকাশ,গ্রহ,নক্ষত্ৰের উদ্দেশে প্রদীপ দেখিয়ে প্রনাম করবেন এরপর প্রত্যেক ঘরে রাখা ভগবানের ফটো বা চৌকাঠে, সন্ধ্যা প্রদীপ দেখিয়ে প্রনাম করবেন, অতপর বাড়ির গৃহদেবতা ও বাস্তু দেবতাকে স্মরণ করে সন্ধ্যা প্রদীপ দেখাবেন ও প্রণাম করবেন।

প্রদীপ দেখানোর শেষে অবশ্যই তিন বার মন্দির বা তুলসী মঞ্চের সামনে শঙ্ক বাজাবেন এবং পারলে কাঁসর বাজাবেন। আর একটি কথা সন্ধ্যা প্রদীপের শিখা কোন দিকে রাখবেন, কোন দিকে রাখলে শুভো ফল লাভ করা যায়, অনেকে বলেন প্রদীপের শিখার মুখ এই দিকে রাখলে ভালো ওই দিকে রাখলে খারাপ। সবথেকে শুভ আপনার বাড়ির ঠাকুর ঘরে ঠাকুরের দিকে মুখ করে প্রদীপের শিখা রাখা, এতে সংসারে মঙ্গল হয়। আর একটি কথা প্রদীপ যখন রাখবেন প্রদীপের নিচে রেকাবি অথবা কোনো কিছুর উপরে রাখবেন।

বিদ্র:- আপনি যদি এই সব মন্ত্র গুলি বলতে বা উচ্চারণ করতে না পারেন তাহলে সব ক্ষেত্রেই “হরে কৃষ্ণ” মহামন্ত্র জপ এবং কীর্তন করতে “হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে হরে” সন্ধ্যা প্রদীপ দেখাতে পারেন।

এবার জেনে নিন সন্ধ্যা বেলায় কোন ধরনের কাজ গুলো করা উচিত নয় ?

সন্ধ্যা বেলায় কোন ধরনের কার্য গুলো করা নিষিদ্ধ ? সন্ধ্যায় রজ-তম শক্তি পরিবেশে প্রবল থাকে, এই সব কাজের মাধ্যমে রজ-তম শক্তি আমাদের শরীরকে আকর্ষণ করে ও শরীরে প্রবেশ করার চেষ্টা করে। তাই এই কাজ গুলো সন্ধ্যার সময় করা উচিত নয়। যেমন:- খাওয়া দাওয়া ও পান করা, ঘুমানো, কোন শুভ কাজের আরম্ভ করা, দুরযাত্রা করা, সন্ধ্যার সময় কান্না কাটি করা,শপথ নেয়া, ঝগড়া করা, মিথ্যা কথা বলা, অশ্লীল কথা বলা।

এছাড়া সন্ধ্যার সময় টাকা পয়সার লেন দেন করবেন না, দরজার সামনে বা চৌকাঠে বসবেন না, ঘর ঝাড়ু দেওয়া বা মোছা উচিত নয়,তাই সন্ধ্যার পুর্বে ঘর পরিষ্কার করা বা মোছা উচিত, এছাড়া গর্ভবতী মহিলারা সন্ধ্যা বেলায় ঘরের বাহিরে অযথা ঘোরাঘুরি করবে না, স্ত্রী সঙ্গ ও সহবাস নিষিদ্ধ, এছাড়াও বেশ কিছু কাজ শাস্ত্রে সন্ধ্যা বেলায় করা নিষিদ্ধ যেমন বেদ পাঠ ও বেদ বহন, সন্ধ্যা হল রাত্রির আরম্ভ কাল মানে (প্রদোষ কাল) বেদ অনুসারে প্রদোষ কালে বেদ পাঠ করা বারণ।

এবার আসুন জেনে নিই প্রতিদিন সন্ধ্যার সময় কোন কাজ গুলি করা উচিত: আপনি যদি দীক্ষা নিয়ে থাকেন তাহলে সন্ধ্যার সময় গুরু মন্ত্র, তুলসী মালা জপ অবশ্যই করবেন । আর আপনার যদি দীক্ষা না নিয়ে থাকে তাহলে আপনি “হরে কৃষ্ণ” মহামন্ত্র “হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে হরে” এই হরিনাম সংকীর্তন জপ এবং কীর্তন করবেন, এবং শ্রীমদ্ভাগবত গীতা পাঠ করবেন এই কাজগুলো যদি প্রতিদিন করেন তাহলে শ্রী রাধাগোবিন্দের কৃপা সংসারে সুখ শান্তি বজায় থাকবে। এতে আপনার আধ্যাত্মিক উন্নতি হবে এবং মনও শান্ত থাকবে।

হরে কৃষ্ণ

আমাদের অন্য পোস্ট গুলি পড়ুন।

১. নির্জলা একাদশী পালনের সঠিক নিয়ম।

২. অঙ্গে মাখো মাখো রে এই না ব্রজের ধুলা।

সন্ধ্যা প্রদীপ দেওয়ার নিয়ম এর বাপরে কিছু প্রশ্ন

Q:সন্ধ্যা প্রদীপ কখন জ্বালাতে হয়?

A:সন্ধ্যা দেওয়ার সঠিক সময় হচ্ছে সূর্যাস্তের ঠিক কয়েক মুহূর্ত পরে গোধূলি বেলায় বা কালাদি মুহূর্ত, রাত্রি শুরু হবার ঠিক একটু আগে মুহূর্ত

Q:সন্ধ্যা প্রদীপ কেন দেওয়া হয়?

A:প্রতিদিন বাড়িতে নিয়মিত এবং বিধি সম্মত ভাবে গোধুলি বেলায় সন্ধ্যা প্রদীপ দেখানো হয়, সেই বাড়িতে মা লক্ষীর অধিষ্ঠান হয়, এবং তেত্রিশ কোটি দেবতাও তুষ্ট হন এছাড়া পূর্বপুরুষদের আত্মা শান্তি পায়, সংসারের মঙ্গল ও কল্যাণ হয় সুখ শান্তি ও বজায় থাকে এবং বাড়ির ওপর থেকে সমস্ত কুপ্রভাব দূর হয়।

Q:সন্ধ্যায় কখন প্রদীপ জ্বালানো উচিত?

A:গোধূলি বেলায় অর্থাৎ সূর্য অস্ত যাবার পর থেকে ৪৮ মিনিট পর্যন্ত এই সময়কালের মধ্যে সন্ধ্যা প্রদীপ জ্বালানো উচিত এর আগে নয় এর পরে হলে গায়ত্রী মন্ত্র জপ করে সন্ধ্যা প্রদীপ জ্বালানো উচিত।


Q:সন্ধ্যা প্রদীপ কোন দিকে হওয়া উচিত?

A:সন্ধ্যা প্রদীপের শিখা কোন দিকে রাখবেন, কোন দিকে রাখলে শুভো ফল লাভ করা যায়, অনেকে বলেন প্রদীপের শিখার মুখ এই দিকে রাখলে ভালো ওই দিকে রাখলে খারাপ। সবথেকে শুভ আপনার বাড়ির ঠাকুর ঘরে ঠাকুরের দিকে মুখ করে প্রদীপের শিখা রাখা, এতে সংসারে মঙ্গল হয়।

Share Please:

Leave a Comment