অঙ্গে মাখো মাখো হে এই না ব্রজের ধুলা লিরিক্স হরি নাম সংকীর্তন

অঙ্গে মাখো মাখো হে এই না ব্রজের ধুলা

অঙ্গে মাখো মাখো হে এই না ব্রজের ধুলা লিরিক্স

অঙ্গে মাখো মাখো হে এই না ব্রজের ধুলা লিরিক্স:- এটি আমাদের সনাতন ধর্মের বিশেষ করে হিন্দু বাঙালি দের হরিবাসর এর বহু প্রচিলিত হরি নাম সংকীর্তন। এই হরি নাম সংকীর্তনটি হরিবাসরে নগর ভ্ৰমণ করে আসার পর দধি পসরা ভাঙা পর ভক্তগণকে হরিবাসর যে কিনা বৃন্দাবনের সমান সেই পবির্ত ধামের ধুলা অঙ্গে মেখে শরীর, মন, আত্মাকে শুদ্ধ ও পাপ মুক্ত করার আহ্বান জানায়।

অঙ্গে মাখো,মাখো হে ত্রই না ব্রজের ধুলা
ওরে ধুলা নয়রে,ধুলা নয়রে ভক্তি পদের ধুল!!

সেই ধুলা বাঞ্চা করে ব্রজেরা এখনো
অঙ্গে মাখো, মাখো হে এই না ব্রজের ধুলা
ওরে সংকীর্তনের ধুলা যদি পরে গঙ্গার জলে„
গঙ্গা মুক্ত হয় ভাগবত বলে! !!!

অঙ্গে মাখো,মাখো হে এই না ব্রজের ধুলা।।
ওরে সংকীর্তনের ধুলা যদি অঙ্গে মাখা যায়„
কোটি জনের পাপ ছাড়িয়া স্বর্গে চলে যায় !!!

অঙ্গে মাখো,মাখো হে এই না ব্রজের ধুলা
ওরে সংকীর্তনের ধুলা যদি লাগে পাপির গায়
সে পাপি নেচে নেচে বৈকুন্ঠেতে যায় !!!

অঙ্গে মাখো, মাখো হে এই না ব্রজের ধুলা
ওরে সংকীর্তনের ধুলা নিয়ে যেবা পথে যায়
জলের কুমির বনের বাঘ ভয়েতে পালাই !!!

অঙ্গে মাখো মাখো হে এই না ব্রজের ধুলা
ওরে সংকীর্তনের ধুলা রে ভাই যেবা করে হেলা..
সর্ব অঙ্গ নষ্ট হয় চক্ষু হয় তার কানা !!!

অঙ্গে মাখো মাখো হে এই না ব্রজের ধুলা
ওরে শ্রীধাম নাচে সুদাম নাচে নাচিতে লাগিলো
ওরে শ্রীধাম নাচে সুদাম নাচে নাচিতে লাগিলো
মা যশোদা নেচে নেচে কৃষ্ণ কোলে নিলো !!!

হরে কৃষ্ণ„হরে কৃষ্ণ„কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম„ রাম রাম হরে হরে!!!!

অঙ্গে মাখো মাখো হে লিরিক্স সমাপ্ত।

আধ্যাত্মিক উন্নতি করতে আমাদের অন্যান্য পোস্ট গুলি পড়ুন।

১.সন্ধ্যা প্রদীপ দেওয়ার নিয়ম

২.অঙ্গে মাখো মাখো রে এই না ব্রজের ধুলা।

Share Please:

Leave a Comment