তুলসী পরিক্রমা গান আধ্যাত্মিক উন্নতি পথ

তুলসী পরিক্রমা গান

তুলসী পরিক্রমা গান: তুলসী পরিক্রমা একটি হিন্দু ধর্মীয় আচার যা তুলসী গাছের চারপাশে প্রদক্ষিণ করে কীর্তন গান করা হয়। তুলসী গাছকে হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র এবং দেবী লক্ষ্মীর অবতার হিসেবে বিবেচনা করা হয়। এই পরিক্রমা মূলত ধর্মীয় এবং আধ্যাত্মিক উন্নতির জন্য বন্দনা করা হয়।

তুলসী পরিক্রমা গান

নমো নমঃ তুলসী মহারাণি, বৃন্দে মহারাণি নমো নমঃ
নমোরে নমোরে মাঁইয়া নমো নারায়ণী ।
যাঁকো দরশে পরশে অঘনাশ হোই
মহিমা বেদ পুরাণে বাখানি ।।

যাঁকো পত্র, মঞ্জরী কোমল
শ্রীপতি-চরণ-কমলে লেপটানি।
ধন্য তুলসী, পুরণ তপ কিয়ে,
শ্রীশালগ্রাম-মহাপাটরাণী।।

ধূপ, দীপ, নৈবেদ্য, আরতি,
ফুলনা কিয়ে বরখা বরখানি।
ছাপ্পান্ন ভোগ, ছত্রিশ ব্যঞ্জন,
বিনা তুলসী প্ৰভু এক নাহি মানি ৷৷

শিব শুক নারদ আউর ব্রহ্মাদিক,
ঢুঁড়ত ফিরত মহামুনি জ্ঞানী।
চন্দ্রশেখর মাইয়া তেরা যশ গাওয়ে,
ভকতি দান দীজিয়ে মহারাণি।।

নমো নমঃ তুলসী! কৃষ্ণপ্রেয়সী।
রাধাকৃষ্ণ সেবা পাব এই অভিলাষী।।
যে তোমার শরণ লয়, তার বাঞ্ছা পূর্ণ হয়,
কৃপা করি কর তারে বৃন্দাবনবাসী।।

মোর এই অভিলাষ, বিলাস কুঞ্জে দিও বাস,
নয়নে হেরিব সদা যুগলরূপরাশি।
এই নিবেদন ধর, সখীর অনুগত কর,
সেবা-অধিকার দিয়া কর নিজ দাসী।।

দীন কৃষ্ণদাসে কয় এই যেন মোর হয়,
শ্রীরাধাগোবিন্দ-প্রেমে সদা যেন ভাসি।।

তুলসী পরিক্রমা কীর্তন সমাপ্ত

আধ্যাত্মিক পথে উন্নতি করতে আমাদের অন্যান্য পোস্ট গুলো পড়ুন:-

১.সন্ধ্যা প্রদীপ দেওয়ার নিয়ম।

২. জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ লিরিক্স।

Share Please:

Leave a Comment