মহাদেব শিবের অষ্টোত্তর শতনাম: ১০৮ নাম জপে মিলবে মহাদেবের কৃপা

শিবের অষ্টোত্তর শতনাম

শিবের অষ্টোত্তর শতনাম: মহাদেবের ১০৮ নামের মাহাত্ম্য

শিব, যিনি মহাদেব, মহেশ্বর, নীলকণ্ঠ, ত্রিলোচন, এবং ভোলানাথ নামে পরিচিত, শিবের অষ্টোত্তর শতনাম শাস্ত্রে বিশেষভাবে উল্লেখিত হয়েছে। প্রতিটি নাম তাঁর মহিমা, শক্তি এবং কৃপার প্রতিফলন। ভক্তরা এই অষ্টোত্তর শতনাম স্তোত্র পাঠ করলে শিবের কৃপা লাভ করেন এবং সকল সংকট থেকে মুক্তি পান। এই নামসমূহ শ্রবণ, পাঠ ও জপের মাধ্যমে আত্মশুদ্ধি ঘটে এবং জীবনে শান্তি ও কল্যাণ আসে। আসুন, মহাদেবের এই পবিত্র ১০৮ নামের মাহাত্ম্য জানি এবং তাঁর চরণে ভক্তিসহ প্রণাম জানাই।

শ্রীশ্রীশিবের অষ্টোত্তর শতনাম

ভব কন মহাদেবী কর অবধান। অষ্টোত্তর শতনাম বলি বিদ্যমান ৷৷
ব্ৰহ্মলোকে হয় মোর নাম ব্রহ্মেশ্বর ৷৷ ১ ৷৷
বিষ্ণুসখা নাম মম বৈকুণ্ঠ-নগর ৷৷ ২ ৷৷
হরিহর নাম খ্যাত গোলক-নগরে ৷৷ ৩ ৷৷
যমেশ্বর নাম মম শমনের পুরে ৷৷ ৪ ৷৷
ইন্দ্রপুরে রাজরাজ নাম ধরি আমি ৷৷ ৫ ৷৷
চিন্তামণি বলি মোরে ডাকেন ইন্দ্রাণী ৷৷ ৬ ৷৷
গণেশ রাখিল নাম গণঅধিপতি ৷৷ ৭ ৷৷
বিরূপাক্ষ নামে মোরে ডাকেন রেবতী ৷৷ ৮ ৷৷
কপদী নামেতে ডাকে জনক রাজন ৷৷ ৯ ৷৷
ধনুর্ধারী নামে মোরে ডাকে রুদ্রগণ ৷৷ ১০ ৷৷

যোগিনীগণেরা ডাকে ভূতনাথ নামে ৷৷ ১১ ৷৷
আশুতোষ নাম মোর ভক্তের সদনে ৷৷ ১২ ৷৷
সিদ্ধগণ কহে মোরে ত্রিগুণ অতীত ৷৷ ১৩ ৷৷
জরৎকারু কহে মোরে সাহৃদি স্থিত ৷৷ ১৪ ৷৷
উমাপতি নামে মোরে ডাকে ধন্বন্তরি ৷৷ ১৫ ৷৷
জামদগ্নি ডাকে মোরে গুড়াকেশ বলি ৷৷ ১৬ ৷৷
দধীচি ডাকেন মোরে বলি সিদ্ধেশ্বর ৷৷ ১৭ ৷৷
বিশ্বামিত্র কহে মোর নাম সৰ্ব্বেশ্বর ৷৷ ১৮ ৷৷
দণ্ডপাণিডাকে মোরে সৰ্ব্বানন্দ নামে ৷৷ ১৯ ৷৷
বীরভদ্র নাম মোর কশ্যপসদনে ৷৷ ২০ ৷৷

উদ্দালক ঋষি কহে বিপত্তিভঞ্জন ৷৷ ২১ ৷৷
সোমনাথ বলি ডাকে উতঙ্ক সুতন ৷৷ ২২
দ্বারকাবাসীরা বলে দ্বারকাধিপতি ৷৷ ২৩ ৷৷
কৃত্তিবাস রাখে নাম কীৰ্ত্তিঃ-অধিপতি ৷৷ ২৪ ৷৷
পুষ্পদন্ত রাখে নাম রজত-ভূধর ৷৷ ২৫ ৷৷
জাবালি রাখিল নাম ব্যাঘ্র চর্ম্মাম্বর ৷৷ ২৬ ৷৷
তারাগণ ডাকে মোরে উগ্রকণ্ঠ বলি ৷৷ ২৭ ৷৷
তুণ্ডি ঋষি মোর নাম রাখে অস্থিমালী ৷৷ ২৮ ৷৷
নাগেশ্বর বলি মোরে ডাকে নরগণ ৷৷ ২৯ ৷৷
অনন্ত বলেন মোরে অনন্ত পাবন ৷৷ ৩০ ৷৷

কূর্ম্মদেব রাখে নাম কূৰ্ম্ম অধিপতি ৷৷ ৩১ ৷৷
সাধ্যগণ রাখে নাম সকল-বিভূতি ৷৷ ৩২ ৷৷
পুলহ রাখিল নাম সর্ব্ব মূর্ত্তিধর ৷৷ ৩৩ ৷৷
দিগ্‌গজগণেরা বলে দিক্ পতিশ্বর ৷৷ ৩৪ ৷৷
সপ্তর্ষিগণেরা বলে সপ্তর্ষিরাজন ৷৷ ৩৫ ৷৷
তিথিশ্বর নামে ডাকে যত তিথিগণ ৷৷ ৩৬ ৷৷
পৰ্ব্বগণ সবে মোরে কহে পৰ্ব্বপতি ৷৷ ৩৭ ৷৷
সংক্রান্তিগণের কাছে আমি রত্ননিধি ৷৷ ৩৮ ৷৷
গরুড় রাখিলা মোর নাম খগেশ্বর ৷৷ ৩৯ ৷৷
গালব রাখিল নাম সর্ব্বসিদ্ধিকর ৷৷ ৪০ ৷৷

যুধিষ্ঠির রাখে নাম ধরমসহায় ৷৷ ৪১ ৷৷
ভীমের প্রদত্ত নাম মোর ভীমকায় ৷৷ ৪২ ৷৷
নকুল রাখিল নামনকুল-ঈশ্বর ৷৷ ৪৩ ৷৷
সহদেব রাখে নাম ভীমবজ্রধর ৷৷ ৪৪ ৷৷
শম্ভুনাথ বলি ডাকে গন্ধর্ব্বেরগণ ৷৷ ৪৫ ৷৷
একলিঙ্গ কহে বালখিল্য মুনিগণ ৷৷ ৪৬ ৷৷
রোগহারী নাম রাখে দেবী সত্যবতী ৷৷ ৪৭ ৷৷
পবন রাখেন মোর নাম সদাগতি ৷৷ ৪৮ ৷৷
জৈমিনি আমার নাম রাখে ভদ্রেশ্বর ৷৷ ৪৯ ৷৷
দুর্ব্বাশা রাখিলা মোর নাম বক্রেশ্বর ৷৷ ৫০ ৷৷

চাঁদবেণে ডাকে মোরে হয়গ্রীব নামে ৷৷ ৫১ ৷৷
মহারুদ্র মোর নাম দধীচি-সদনে ৷৷ ৫২ ৷৷
মোর বৃষ ডাকে মোরে নাম ঘণ্টেশ্বর ৷৷ ৫৩ ৷৷
বাণেশ্বর নাম রাখে বাণ নৃপবর ৷৷ ৫৪ ৷৷
সতীপতি নাম মোর প্রসূতি- গোচর ৷৷ ৫৫ ৷৷
রুদ্রগণ রাখে নাম ব্রহ্ম পরাৎপর ৷৷ ৫৬ ৷৷
ভক্তবাঞ্ছাকল্পতরু রাখে রামদত্ত নাম ৷৷ ৫৭ ৷৷
প্রহ্লাদ রাখিল নাম সর্ব্ব গুণধাম ৷৷ ৫৮ ৷৷
ভৃগুরাম রাখিল নাম দর্পখর্ব্বকারী ৷৷ ৫৯ ৷৷
জানকী রাখিল নাম গোবর্দ্ধনধারী ৷৷ ৬০ ৷৷

দিক্‌পাল সবে ডাকে দিক্‌পতিনামে ৷৷ ৬১ ৷৷
রাজরাজেশ্বর আমি রাজার ধামে ৷৷ ৬২ ৷৷
বেতাল রাখিল নাম সৰ্ব্বসিদ্ধিদাতা ৷৷ ৬৩ ৷৷
তাল সম রাখে নাম অখিলের ধাতা ৷৷ ৬৪ ৷৷
ত্রিপুরারি নাম মোর ত্রিপুর ভবনে ৷৷ ৬৫ ৷৷
ভৃঙ্গী মোরে ডাকে সদা দয়াময় নামে ৷৷ ৬৬ ৷৷
তীর্থগণ ডাকে মোরে তীর্থরাজ বলি ৷৷ ৬৭ ৷৷
রতিদেবী রাখে নাম কেলীকুতুহলী ৷৷ ৬৮ ৷৷
ধ্রুবলোকে মোর নাম করুণাসাগর ৷৷ ৬৯ ৷৷
দেবলোকে মম নাম নবজলধর ৷৷ ৭০ ৷৷

চন্দ্রচূড়ামণি নাম শশাঙ্ক ভবনে ৷৷ ৭১ ৷৷
অষ্টমূর্ত্তি মম নাম মরীচি সদনে ৷৷ ৭২ ৷৷
অঙ্গিরা রাখিল নাম কলুষ নাশন ৷৷ ৭৩ ৷৷
সনন্দ রাখিল নাম মনবিমোহন ৷৷ ৭৪ ৷৷
জলেশ্বর নাম মোর লবণ- সাগরে ৷৷ ৭৫ ৷৷
যোগীশ্বর নাম খ্যাত অত্রির গোচরে ৷৷ ৭৬ ৷৷
অরুন্ধতী রাখে নাম ভুবন পাবন ৷৷ ৭৭ ৷৷
গার্গীদেবী ডাকে বলি জগৎ-মোহন ৷৷ ৭৮ ৷৷
কালভয়হর নাম কালের ভবনে ৷৷ ৭৯ ৷৷
মৃত্যুঞ্জয় নাম মোর মৃত্যুর সদনে ৷৷ ৮০ ৷৷

নক্ষত্ৰ লোকেতে আমি নক্ষত্র জীবন ৷৷ ৮১ ৷৷
জ্ঞানযোগী মম নাম গুরুর সদন ৷৷ ৮২ ৷৷
সনাতন রাখে নাম হৃদয় বিহারী ৷৷ ৮৩ ৷৷
মহামায়া পাশে আমি মহামায়া ধারী ৷৷ ৮৪ ৷৷
শ্মশান-নিবাসী নাম জানিবে শ্মশানে ৷৷ ৮৫ ৷৷
যজ্ঞধ্বংসী নাম মোর দক্ষের ভবনে ৷৷ ৮৬ ৷৷
সুরগণ বলে মোরে অধমতারণ ৷৷ ৮৭ ৷৷
কমলা ডাকেন বলি বৃষভ-লাঞ্ছন ৷৷ ৮৮ ৷৷
যোগিগণ-মাঝে আমি হই যোগেশ্বর ৷৷ ৮৯ ৷৷
সিদ্ধগণ কহে মোরে জগত ঈশ্বর ৷৷ ৯০ ৷৷

লঙ্কাপতি দত্ত আমি জানিবে মহেশ ৷৷ ৯১ ৷৷
দরিদ্র-ঘরেতে আমি জানিবে দীনেশ ৷৷ ৯২ ৷৷
সাগর রাখিলা মোর নাম শূলপাণি ৷৷ ৯৩ ৷৷
প্ৰাণপতি নামে মোরে ডাকেন ভবানী ৷৷ ৯৪ ৷৷
শৌনক রাখিলা নাম বিশ্বপতিনাম ৷৷ ৯৫ ৷৷
নীলকণ্ঠনাম মম যদুগণ -ধাম ৷৷ ৯৬ ৷৷
ব্যাসদেব ডাকে মোরে জগদ্‌গুরু নামে ৷৷ ৯৭ ৷৷
মৃত্যুঞ্জয় নাম মোর সাবিত্রী-সদনে ৷৷ ৯৮ ৷৷
কপরুক্ষেত্রে নাম মোর অৰ্জ্জুন- সারথি ৷৷ ৯৯ ৷৷
কৃপানিধি নামে মোরে ডাকে সুরপতি ৷৷ ১০০ ৷৷

হিমালয় রাখে নাম বাঞ্ছাকল্পতরু ৷৷ ১০১ ৷৷
কৈলাস রাখিল মোর নাম বিশ্বগুরু ৷৷ ১০২ ৷৷
সুমেরু-ঈশ্বর নাম সুমেরু সদন ৷৷ ১০৩ ৷৷
সূর্য্যনাথ মোর নাম সূর্য্যের ভবন ৷৷ ১০৪ ৷৷
মর্ত্যলোকে নাম মম বিপদকাণ্ডারী ৷৷ ১০৫ ৷৷
সুষেণ রাখিলা নাম গগনবিহারী ৷৷ ১০৬ ৷৷
মন্মথ রাখিলা নাম মদন-দমন ৷৷ ১০৭ ৷৷
মন্দোদরী কহে মোরে অখিল-কারণ ৷৷ ১০৮ ৷৷

ওঁ নমঃ শিবায়

শিবের ১০৮ নাম কেবলমাত্র একটি স্তোত্র নয়, এটি এক মহাশক্তির উৎস, যা সঠিকভাবে জপ করলে জীবনের সকল বাধা দূর হয়। নিয়মিত নাম জপের মাধ্যমে শিবের কৃপা লাভ করা সম্ভব, যা আমাদের আত্মিক উন্নতি ও জীবনের সমস্ত সংকট থেকে মুক্তি দিতে পারে। তাই, আসুন, প্রতিদিন মহাদেবের এই নাম জপ করি এবং তাঁর আশীর্বাদে সুখ ও শান্তির পথে এগিয়ে চলি।

শিবের অষ্টোত্তর শতনাম সমাপ্ত

আমাদের অন্য পোস্ট পড়ুন:-

*বাড়িতে শিব পূজার নিয়ম ও সঠিক পদ্ধতি।

*মহা শিবরাত্রি ব্রতকথা।

*বাড়িতে শিবরাত্রি ব্রত পালনের সঠিক নিয়ম।

Share Please:

নমস্কার "আমি শ্রী কালিপদ, একজন হিন্দু সনাতনী। আমার লক্ষ্য হল আমার ওয়েবসাইটের মাধ্যমে সনাতন ধর্ম এবং হিন্দু সংস্কৃতি সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা। আমি হিন্দু ধর্মের প্রাচীন ঐতিহ্য, ধর্মগ্রন্থ, এবং আধ্যাত্মিকতার জ্ঞান সহজ ভাষায় উপস্থাপন করার চেষ্টা করি, যাতে সকলেই এই মহান ধর্মের গভীর জ্ঞান অর্জন করতে পারে। আমি বিশ্বাস করি যে সনাতন ধর্ম শুধু একটি ধর্ম নয়, এটি একটি জীবনধারা, যা আমাদের সঠিক পথে পরিচালিত করে এবং জীবনের প্রকৃত অর্থ বোঝায়।"

Leave a Comment